শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ - ০৯:৪৯
ব্যক্তিগত প্রয়োজনে সঙ্গীত শেখা ও বাদ্যযন্ত্র বাজানো—শরিয়তের দৃষ্টিতে কি বৈধ?

সমসাময়িক সমাজে শিল্প ও সঙ্গীত ব্যক্তিগত আগ্রহের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। তবে মুমিনদের মনে এ নিয়ে শরয়ী দিকনির্দেশনার প্রশ্নও বাড়ছে। ব্যক্তিগত প্রয়োজনে সঙ্গীত শেখা ও চর্চা আদৌ বৈধ কিনা—এই গুরুত্বপূর্ণ ইসতেফতার জবাবে আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী স্পষ্ট মানদণ্ড তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর দফতরে একটি ইসতেফতা পেশ করা হয়, যার উত্তরে তিনি সঙ্গীত শেখা সংক্রান্ত শরয়ী হুকুম ব্যাখ্যা করেছেন।

প্রশ্ন: ব্যক্তিগত সময় ও দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি অবসর কাটানোর উদ্দেশ্যে সঙ্গীত শেখা—যেমন সুর রচনা, বাদ্যযন্ত্র বাজানো কিংবা গান শেখা—এর শরয়ী হুকুম কী?

আয়াতুল্লাহ খামেনেয়ীর উত্তর: যদি সংশ্লিষ্ট সঙ্গীত ‘লহবী’ না হয়— অর্থাৎ গুনাহ, অসারতা বা নৈতিক বিচ্যুতির দিকে মানুষকে আহ্বান না করে— এবং যদি এটির মাধ্যমে অনুচিত প্রচার বা তদবির না ঘটে, তবে এতে কোনো সমস্যা নেই।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha